Facebook Notification to Your Mobile। তাদের লিষ্টে বাংলাদেশ নেই। বাংলাদেশ নেইতো কি হয়েছে। ফেসবুক নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে ঃ
১। প্রথমে আপনার ফেসবুক একাউন্টটে লগিন করুন।২। তারপর আপনার Account থেকে Account Settings এ যান।

৩। তারপর Mobile ট্যাব-এ যান।

৪। তারপর আপনি যে নম্বরে আপনার ফেসবুক ষ্টাটাস পেতে চান সেটি থেকে fb লিখে নিম্নোক্ত নম্বরে সেন্ড করুন।
2555 (গ্রামীণফোন ইউজারদের জন্য)
32665 (বাংলালিংক ইউজারদের জন্য)
৫। ফিরতি এস.এম.এস এ আপনাকে একটি Confirmation Code দেওয়া হবে।
৬। এবার Already received a confirmation code? এ ক্লিক করুন।

৭। আপনি যে Confirmation Code -টি পেয়েছেন সেটি নিচের বক্সটিতে লেখুন।
৮। এবার Confirm এ ক্লিক করুন।

এখন আপনি কি কি নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে চান তার সেটিংগুলি করে দিন।

বিঃ দ্রঃ Confirmation SMS আসতে অনেকসময় ২৪ সময়ও লাগতে পারে।
ধন্যবাদ সবাইকে ----------------------Sayeed
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন