মঙ্গলবার, ১২ জুলাই, ২০১১

ইউএসবি ভাইরাসকে এখনই বলুন গুডবাই (আমার দেখা সেরা সফটওয়্যার) ইউএসবি ভাইরাসকে এখনই বলুন গুডবাই (আমার দেখা সেরা সফটওয়্যার)

আমাদের কম্পিউটার গুলোতে এই ভাইরাসের আগমন ঘটে সাধারনত ফ্লাস ড্রাইভের মাধ্যমে। কিন্তু ভাইরাসের ভয়ে তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আবার ফ্লাস ড্রাইভ ব্যবহার করা ও ছেড়ে দেয়া যাবে না। কারন এই যুগে ফ্লাস ড্রাইভের সাহায্য সহজে তথ্য বহন করতে পারি। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারন ইউএসবি ভাইরাস কিলার।


প্রথমে সফটওয়্যারটি ইনষ্টল করে নিন। ইনষ্টল করার সময় আটো ভ্যাকসিন সিলেক্ট করে দিন। তাহলে আপনার ফ্লাস ড্রাইভটি লাগানোর সাথে সাথে ভ্যাকসিন করে ফেলবে। ইনষ্টল করার পরে vaccinate computer এ ক্লিক করে আপনার কম্পিউটারটি vaccin করে নিন। File Size: 829 KB

ডাউনলোড (just copy then paste your URL)
http://freedownloadcenter.tk/index.php?option=com_content&view=article&id=207:panda-usb-vaccine&catid=31:protection&Itemid=53



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন