শুক্রবার, ২২ জুলাই, ২০১১

আপনার ব্লগের পোষ্টগুলো Facebook এ যেভাবে Redirect করবেন

প্রথমে ফেসবুকের Home Page এর বাম পাশের অপশন গুলো লক্ষ্য করুন। তারপর Notes অপশনে ক্লিক করুন।
1 আপনার ব্লগের পোষ্টগুলো Facebook এ যেভাবে Redirect করবেন | Techtunes

নতুন পেজের বামপাশের অপশনের মধ্যে Pages’ Notes অপশনে ক্লিক করুন।
2 আপনার ব্লগের পোষ্টগুলো Facebook এ যেভাবে Redirect করবেন | Techtunes
তারপর Edit Import Settings অপশনে ক্লিক করুন।
3 আপনার ব্লগের পোষ্টগুলো Facebook এ যেভাবে Redirect করবেন | Techtunes
নতুন একটি পেজ আসবে।
4 আপনার ব্লগের পোষ্টগুলো Facebook এ যেভাবে Redirect করবেন | Techtunes
(উপরের ছবি) পেজটি ভাল করে লক্ষ্য করুন। Web URL এর জায়গায় আপনার নিজের ব্লগের সাইট ইউআরএল টি বসিয়ে দিন। বসানোর পর By entering a URL, you………… তে টিক চিহ্ন বসিয়ে দিন। সবশেষে Start Importing বাটনে ক্লিক করুন।
5 আপনার ব্লগের পোষ্টগুলো Facebook এ যেভাবে Redirect করবেন | Techtunes
(উপরের ছবি) তারপর আপনার confirm বার্তা নিয়ে একটি পেজ আসবে। যেখানে আপনি দেখতে পারবেন আপনার পোষ্টগুলি নিচের দিকে ক্রমান্বয়ে সজ্জিত আছে। দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। এখন আপনি Confirm বাটনে ক্লিক করলেই ব্যস কাজ শেষ।
পরবর্তীতে আপনি যা আপনার ব্লগে পোষ্ট করবেন তা ফেসবুকে Note র মাধ্যমে redirect হয়ে যাবে।
তাছাড়া আপনার ব্লগের জন্য facebook fan page তৈরী করেও এই সুবিধা পেতে পারেন।

মঙ্গলবার, ১২ জুলাই, ২০১১

পারিবারিক অশান্তি, কিছু বাস্তবতা ও ফ্যাক্ট

 খুব  ভয়  লাগছে ...........................জানিনা কে কি ভাবেই নেয়
প্রাচীনকালে পরিবারগুলোর ভেতরে শান্তি কতটা ছিল জানি না তবে আমাদের নানা-নানু, দাদা-দাদি এবং বাবা-মা, খালা-খালুদের ভেতরে যে বাঁধনটা এখনো দেখতে পাই এখনকার বেশিরভাগ কাপলদের ভেতরে তার দশ শতাংশও দেখতে পাই না। এর কারণ কী কেউ কখনো ভেবে দেখেছেন? এর জন্য কেউ দায়ী করেন পরিবর্তনশীল সমাজকে, কেউ সভ্যতার অগ্রযাত্রাকে। এই উভয় শ্রেণীই বিষয়টাকে খুব সীমিত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে থাকেন। যাহোক, আমি আমার কিছু পর্যবেক্ষন ও চিন্তাভাবনা তুলে ধরি। আলোচনা হতে পারে….......................................................

১) সম্পর্ক এমন একটা জিনিস যা তৃতীয় ব্যক্তির পক্ষে কখনো পুরোপুরি বোঝা সম্ভব না, তাই সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির পরামর্শ বা হস্তক্ষেপ সব সময়ই খারাপ ফল বয়ে আনে।
২) সমস্যা যতটা নিজেদের ভেতরে রাখা যায় তত সহজে এবং সুন্দর ভাবে সেটার সমাধান হয়ে যায়।
৩) অনেকই পুরুষই জানে না সে কেন বিবাহ করছে বা জানলেও ভুল ভাবে জানে, তাদেরকে আগে বুঝতে হবে কেন সে বিয়ে করবে। অনেক মেয়েরও পুরুষদের সম্পর্কে স্টেরিওটাইপ কিছু ধারণা আছে যা সুন্দর একটা সম্পর্ক নির্মাণের জন্য বাঁধা স্বরুপ। এদের উভয়কেই বিষয়গুলো নিয়ে গভীর ভাবে ভাবতে হবে, জ্ঞানের পরিধি বাড়াতে হবে।
৪) বউ কোন সাপোর্ট টুল না বরং হিউম্যান অপারেটিং সিস্টেমের একটা মেজর আপডেট, এই ফ্যাক্টটা ছেলেদের এবং তাদের মা’দের মাথায় রাখা জরুরি।
৫) জামাই কোন বারোমাসি শস্যক্ষেত্র না। এটা বউদের এবং তার দিকের আত্মীয়দের মাথায় রাখা জরুরি।
৬) নারীদের উপরে পুরুষদের চাইতে অন্য নারীরাই বেশি নির্যাতন করে থাকে, পুরুষদের উচিত বিষয়গুলো খেয়াল রাখা।
৭) আমাদের বেশিরভাগ মা’য়েরা নিজের মেয়ের শ্বশুরবাড়ির যে কাজগুলোর সমালোচনা করতে ছাড়ে না সেই কাজগুলো নিজের বউদের সাথে করতে একটুও কার্পন্যবোধ করে না। তাদের সামাজিক কাউন্সিলিং প্রয়োজন।
৮) অনেক মেয়ে আছে যারা শশুড়বাড়ির সকল কথা ও বিষয় নিজের বাড়িতে বা অন্য লোকের সাথে শেয়ার করে এবং পরামর্শ গ্রহণ করে সে অনুযায়ী কাজ করতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে নিয়ে যায়। এদের জানা থাকা উচিত বাইরে থেকে একটা ফ্যামিলির কাজকর্ম যথাযথ মূল্যায়ণ কোনদিনও সম্ভব না সুতরাং পরামর্শ ভুল হতে বাধ্য যা তাদের জীবনকেই দূর্বিষহ করে ফেলে।
৯) অনেক শাশুড়ি আছেন যারা তাদের বউদের নামে পরিবারের বাইরের কোন সদস্যের কাছে ক্রমাগত নালিশ করতে থাকেন। এরা বোঝেন না ঐ ব্যক্তি বা পরিবার কোনদিনও তার জন্য টানা একমাসও কিছু করবে না, করলে বউ-ই করে যাবে পুরো জীবন। এদের হেদায়াত জরুরি।
১০) আমাদের দেশের মেয়েদের জন্য কিছু কাজের ব্যবস্থা করা জরুরি যাতে এরা অলস থাকতে না পারে। বেশিরভাগ পারিবারিক সমস্যার মূল কেন্দ্র এই অলস অলস নারীগোষ্ঠী।
১১) আমার পর্যবেক্ষন বলে, টিভি সিরিয়াল যে ফ্যামিলিতি যত জনপ্রিয় সেখানে অশান্তি তত বেশি। ছেলেদের উচিত বিয়ে করার আগে কৌশলে মেয়ে সিরিয়াল পছন্দ করে কিনা ও তার ফ্যামিলিতে সিরিয়াল কতটা জনপ্রিয় জেনে নেওয়া। সিরিয়াল ভক্ত মেয়ে বা ফ্যামিলিগুলো বাদ দিয়ে সম্পকর্ গড়লে সমসাময়িক অনেকগুলো সমস্যা/ক্যাচাল থেকে বেঁচে থাকা সম্ভব (নিতান্তই ব্যক্তিগত পর্যবেক্ষন ও মতামত এটা)।

আরো অনেক ফ্যাক্ট ও বাস্তবতা আছে এবং থাকতে পারে যেগুলো মাথায় রাখা জরুরি। সময় স্বল্পতা কারণে ও ব্লগের স্বল্প পরিসরে সেগুলো সব তুলে ধরা গেল না বা অনেক ফ্যাক্ট আমার নিজেরও জানা নাই। যারা এসব নিয়ে ভাবেন তাদের ভাবনা শেয়ার করলে ও আলোচনা করলে এই বিষয়গুলো আরো পরিষ্কার হতে পারে। যাই হোক, আমার একটা ব্যক্তিগত ভাবনা দিয়ে শেষ করছি, আমি বিশ্বাস করি- ‘পৃথিবীর কোন মানুষই খারাপ না, বেশিরভাগ মানুষ অনেক কাজ ভাল ও সঠিক মনে করে করে কিন্তু অন্যের কাছে সেটা খারাপ। এটাকে আমরা কনসেপচ্যুয়াল এরর বলতে পারি। একটু সময় নিয়ে ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে খতিয়ে দেখলে অনেক সমস্যাই সমাধান করা খুব সহজ হয়ে যায়। এটা সকলের জন্যই প্রযোজ্য।

QIMP-14

Qimp-14 পেতে এখানে ক্লিক করুন (Part-1)
Part-2
Part-3
Part-4

নতুন ইংরেজি HD songs ডাউনলোড করুন খুবি কম সাইজে কিন্তু খুবি ভালো ফরম্যাট-এ

 CIARA all songs here

http://www.clipsdown.com/search?q=ciara

another site

http://tehparadox.com/forum/f84/all-my-hq-music-videos-one-thread-daily-updated-2005137/index3.html

আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে)

Facebook Notification  to Your Mobile। তাদের লিষ্টে বাংলাদেশ নেই। বাংলাদেশ নেইতো কি হয়েছে। ফেসবুক নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে ‍ঃ
১। প্রথমে আপনার ফেসবুক একাউন্টটে লগিন করুন।
২। তারপর আপনার Account থেকে Account Settings এ যান।
as আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে)
৩। তারপর Mobile ট্যাব-এ যান।
mb আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে)
৪। তারপর আপনি যে নম্বরে আপনার ফেসবুক ষ্টাটাস পেতে চান সেটি থেকে fb লিখে নিম্নোক্ত নম্বরে সেন্ড করুন।
2555 (গ্রামীণফোন ‌ইউজারদের জন্য)
32665 (বাংলালিংক ইউজারদের জন্য)
৫। ফিরতি এস.এম.এস এ আপনাকে একটি Confirmation Code দেওয়া হবে।
৬। এবার Already received a confirmation code? এ ক্লিক করুন।
all rea আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে)
৭। আপনি যে Confirmation Code -টি পেয়েছেন সেটি নিচের বক্সটিতে লেখুন।
৮। এবার Confirm এ ক্লিক করুন।
cd আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে)ব্যাস হয়ে গেলো ।!!!
এখন আপনি কি কি নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে চান তার সেটিংগুলি করে দিন।
fn আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে)এখন আপনি আপনার মোবাইল থেকেই পাবেন ফেসবুকের যাবতীয় খবর। চাইলে মোবাইল থেকেও আপনি আপনার ফেসবুকের Wall এ আপনার ষ্টাটাস পোষ্ট করতে পারবেন, আপনার যদি কোন ফ্রেন্ড রিকুয়েষ্ট থাকে, যদি কেউ আপনার ফ্রেন্ড রিকুয়েষ্ট গ্রহণ করে ইত্যাদি আরো অনেক খবর আপনার মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফেসবুক আপনাকে জানাবে।
বিঃ দ্রঃ  Confirmation SMS আসতে অনেকসময় ২৪ সময়ও লাগতে পারে।

ধন্যবাদ সবাইকে ----------------------Sayeed

ইউএসবি ভাইরাসকে এখনই বলুন গুডবাই (আমার দেখা সেরা সফটওয়্যার) ইউএসবি ভাইরাসকে এখনই বলুন গুডবাই (আমার দেখা সেরা সফটওয়্যার)

আমাদের কম্পিউটার গুলোতে এই ভাইরাসের আগমন ঘটে সাধারনত ফ্লাস ড্রাইভের মাধ্যমে। কিন্তু ভাইরাসের ভয়ে তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আবার ফ্লাস ড্রাইভ ব্যবহার করা ও ছেড়ে দেয়া যাবে না। কারন এই যুগে ফ্লাস ড্রাইভের সাহায্য সহজে তথ্য বহন করতে পারি। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারন ইউএসবি ভাইরাস কিলার।


প্রথমে সফটওয়্যারটি ইনষ্টল করে নিন। ইনষ্টল করার সময় আটো ভ্যাকসিন সিলেক্ট করে দিন। তাহলে আপনার ফ্লাস ড্রাইভটি লাগানোর সাথে সাথে ভ্যাকসিন করে ফেলবে। ইনষ্টল করার পরে vaccinate computer এ ক্লিক করে আপনার কম্পিউটারটি vaccin করে নিন। File Size: 829 KB

ডাউনলোড (just copy then paste your URL)
http://freedownloadcenter.tk/index.php?option=com_content&view=article&id=207:panda-usb-vaccine&catid=31:protection&Itemid=53



PDF থেকে Word ডকুমেন্টে কনভার্ট করার একটা অসাধারণ সফটওয়ার!

আমি আজ আপনাদের যে সফটওয়ারটি দেব সেটা হলো Pdf  থেকে Word ডকুমেন্টে কনভার্টার। এধরণের অনেক সফটওয়ার পাওয়া যায়। অনেকের কাছে হইতো আছে এই সফটওয়ারটি।


কিন্তু লাইসেন্স যুক্ত এই সফটওয়ারটি যাদের কাছে নেই তাদের জন্যই আমার আজকে এটির সাহায্যে আপনি আপনার খুব সহজেই Pdf  ফাইলকে Word ডকুমেন্টে কনভার্ট করতে পারেন।
 
http://www.mediafire.com/file/uzqmmvkgyjj/pdf2word.zip